অস্ট্রেলিয়া ম্যাচের আগে কোয়ারেন্টিনে পাকিস্তানের আবদুল্লাহ শফিক

 


ভারতের বিপক্ষে বড় হারের পর এমনিতেই বেশ চাপে আছে পাকিস্তান। সেই চাপ নিয়েই ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল। সেই ম্যাচে হারলে বিপদ আরও বাড়বে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সুবিধাজনক অবস্থায় নেই পাকিস্তান। এরই মধ্যে পাকিস্তান দলের একাধিক খেলোয়াড় জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এক বিবৃতিতে দলের খেলোয়াড়দের জ্বরে আক্রান্ত হওয়ার কথাটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রিকেটের খবরভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়েছেন ওপেনার আবদুল্লাহ শফিক। তাঁকে কোয়ারেন্টিনে রাখার কথাও জানিয়েছে তারা। এ ছাড়া ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি, মিডল অর্ডার ব্যাটসম্যান সৌদ শাকিল, পেসার জামান খান ও স্পিনার উসামা মিরও জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। পাকিস্তানি সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, শাহিন ও উসামার জ্বর অনেকটাই সেরে উঠেছে। তবে জ্বরে আক্রান্ত খেলোয়াড়দের কারও ডেঙ্গু হয়নি বলে নিশ্চিত করেছে ক্রিকইনফো।

Post a Comment

Previous Post Next Post